সত্যিই আমি তাদের জন্য দুঃখিত: বাঁধন

বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৭:৫৬
শেয়ার :
সত্যিই আমি তাদের জন্য দুঃখিত: বাঁধন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, ছাত্র-জনতার পক্ষ হয়ে ছিলেন রাজপথেও। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের নারী নির্যাতন, ধর্ষণসহ নানা পরিস্থিতি নিয়েও কথা বলতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিকাতর হন বাঁধন। এদিন জাতীয় পতাকার ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। আমাকে তা আশা দিয়েছিল- আমাকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর সাহস দিয়েছিল।’

আজ বুধবার আবারও বাঁধন রক্তাক্ত জুলাইয়ের কথা স্মরণ করলেন। লিখলেন, ‘যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, আমি সত্যিই তাদের জন্য দুঃখিত। সেই মুহূর্তে সেটাই ছিল জেগে ওঠার সঠিক সময়। বলা যায়, সময়ের প্রয়োজনে জেগে ওঠা। বহুসংখ্যক মানুষ যে পরিমাণ বিচারহীনতার মুখোমুখি হচ্ছিল, তা মানবিকভাবে ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছিল। আর একটা কথা, সরকার রাতারাতি ফ্যাসিবাদী হয়ে ওঠে ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে। ধীরে ধীরে মানুষের নৈতিক দাবি ও কথা বলার অধিকার কেড়ে নেয়। এখানে আর কোনো উপায় ছিল না।’

বাঁধন মনে করেন- সারা দেশের মানুষ যখন রাজপথে নেমে আসে, তখন ক্ষোভ থেকে জন্ম নেয় স্বৈরাচারী সরকার পতনের আন্দোলন। ২০২৪-এর ৫ আগস্ট সরকার পতন হয়। এই নিয়ে বাঁধনের ভাষ্য, ‘বিপ্লবের দিন যারা রাস্তায় ছিল না, তারা কখনই জনগণের আনন্দের ভাষা বুঝতে পারবে না। সেই মুহূর্তে সে কাপুরুষের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দটি ছিল সত্যিকারের। আমি সেই জয়ের আনন্দ প্রতিটি হৃৎস্পন্দন দিয়ে অনুভব করেছিলাম। রাস্তায় এই ধরনের স্বাধীনতা এবং শক্তি অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই হয়েছিল।’

তিনি আরও লিখেছেন, ‘হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছিল এবং সেগুলো সবই সুখকর অনুভূতির ছিল না। তবে একটি বিষয় স্পষ্ট যে, সময়ের প্রয়োজনে জুলাই বিপ্লব সঠিক জিনিস ছিল।’