পরিচয় মিলল টিএসসিতে মারা যাওয়া রিকশাচালকের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের পাশ থেকে উদ্ধার হওয়া রিকশাচালকের মৃত্যুর প্রায় ৯ ঘণ্টা পর পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম দুলাল সরকার (৬৫)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ঢাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন দুলাল সরকার এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, গতকাল বিকেলে টিএসসির যাত্রী ছাউনির পাশে নিজের রিকশার ওপর বিশ্রাম নিচ্ছিলেন দুলাল সরকার। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক জানান, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়।’
তিনি আরও জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই রিকশাচালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার পরিবারের সদস্যরা ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পারিবারিকভাবে জানা গেছে, তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। এ কারণে আইনগত প্রক্রিয়া শেষে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করে দুলাল সরকারের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?