৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করবে না সরকার

অনলাইন ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৬:৩২
শেয়ার :
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করবে না সরকার

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করবে না সরকার। এই দিবস উদযাপন সংক্রান্ত আগের পরিপত্রটি বাতিল করে আজ বুধবার নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৫ জুন ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছিল, যেখানে বলা হয়— ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে স্মরণীয় করতে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করা হবে।

তবে নতুন পরিপত্রে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে— ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন বা পালন করা হবে না। সে অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের ২৫ জুনের পরিপত্রটি বাতিল করা হলো।

পরিপত্রে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।