২০ বছর পর…
দুই দশক আগে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবারের মতো মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। গান- ‘সবুজের বুকে লাল’, যা এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। এরপর আরও কিছু গানে একসঙ্গে কাজ করেন তারা। তবে মাঝে অজানা কারণে তাদের আর একসঙ্গে দেখা যায়নি।
২০ বছর পর আবারও এক হলেন আসিফ আকবর ও মিল্টন খন্দকার। দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন তারা। শিরোনাম ‘এক যুবক’।
সম্প্রতি আসিফের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে মিল্টন খন্দকার লিখেছেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা। কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিল্টন খন্দকার জানান, নতুন গানটি প্রতিবাদী ধাঁচের। মিছিলে যাবে বলে রাজপথে একা দাঁড়িয়ে থাকা এক প্রতিবাদী যুবকের গল্প বলবে গানটি।
গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করছেন মিল্টন খন্দকার নিজেই। আজই আসিফ আকবরের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে। আর খুব শিগগিরই গানটি প্রকাশ হবে বলে জানান মিল্টন খন্দকার।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট