১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমল
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দামে ৩৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আজ বুধবার বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নতুন দাম অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিইআরসি চেয়ারম্যান জানান, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৪২১, ১৫ কেজির দাম ১ হাজার ৭০৫, ১৬ কেজির দাম ১ হাজার ৮১৮, ১৮ কেজির দাম ২ হাজার ৪৬, ২০ কেজির দাম ২ হাজার ২৭৩, ২২ কেজির দাম আড়াই হাজার, ৩০ কেজির দাম ৩ হাজার ৪০৯, ৩৩ কেজির দাম ৩ হাজার ৭৫০, ৩৫ কেজির দাম ৩ হাজার ৯৭৭ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।