দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর চকবাজার থানাধীন মাক্কুসার বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোরশেদ আলম তানিম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তানিম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামের মসলা ব্যবসায়ী ফিরোজ আলম আমিরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। বর্তমানে থাকত পুরান ঢাকা বংশাল আরমানিটোলা ৭ নম্বর নূর বক্স লেন। পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে তিনি এবার মাধ্যমিক পরিক্ষা দিয়েছেন।
মৃতের বাবা,ফিরোজ আলম বলেন, গত সোমবার দিবাগত রাতে মাকড়সার মাজার এলাকায় বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে বাসায় ফিরছিলেন তানিম। তার বন্ধুরা অনেক আগে এগিয়ে যায় সে একা ফোনে কথা বলতেছিল। সে সময় পেছন থেকে কে বা তাহারা তার মোবাইল টানাটানি করে। পরে তাদের হাত থেকে সে ছুটে এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে তার কোমরে ছুরিকাঘাতে আহত করে মোবাইল না নিয়েই তারা পালিয়ে যায়। পরে তানিমের বন্ধুরা তাকে উদ্ধার করে ঐদিন রাতে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানে ঐ দিন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নেওয়া হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বুধবার সকালে মারা যায়।
চকবাজার থানার ইন্সপেক্টর তদন্ত মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে চকবাজার থানাধীন মাক্কুসার মাজার এলাকায়ে এ ঘটনাটি ঘটে। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?