৯০ হাজার ইয়াবাসহ ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
কক্সবাজারে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃতরা হচ্ছেন টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদ মেয়ে মিনারা বেগম (৩৫) ও ফরিদ আলমের পুত্র মো. কেফায়েত উল্লাহ (১৯), খুরেরমুখ এলাকার মৃত আলী আহমেদের স্ত্রী জমিলা বেগম (৫০)
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
অধিনায়ক জানান, মিয়ানমার থেকে সাগর পাড়ি দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিত মাদক পাচারকারীদের ধরতে গভীর রাতেই নাফ নদী ও তীরবর্তী অঞ্চলসহ মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বিজিবির বেশ কয়েকটি বিশেষ টহলদল কৌশলগত অবস্থানে নেয়। পরবর্তীতে অপরাধী চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে মঙ্গলবার ভোরবেলা সাবরাং ইউনিয়নের একটি বাড়িতে মাদকের একটি বড় চালান সাগর পথে সংগ্রহ করে গোপনে লুকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হলে রাতে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকা ঘিরে রেখে বিজিবির টহল দল চিরুনী অভিযান চালিয়ে মিনারা বেগমের বসবাড়ি থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে।
অপরদিকে সাবরাং উনিয়নের খুরেরমুখ এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা রক্ষিত থাকার সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অপর একটি চৌকশ দল সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে কথিত জমিলা বেগমের বাড়ির মুরগীর খামারে গোপনে সংরক্ষিত ২৮ কেজি গাঁজাসহ একজন আসামিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।