চেতনানাশক স্প্রে করে দুই পরিবারে দুর্ধর্ষ ডাকাতি
সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুটি পরিবারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানান, বাদঘাটা আইসিএম কৃষি ক্লাবের সভাপতি ও প্রাক্তণ ইউপি সদস্য, বাদঘাটা গ্রামের মৃত হরেকৃষ্ণ মন্ডলের ছেলে দেবীরঞ্জন মন্ডল (৬৫) ও তার কাকাতো ভাই মৃত প্রাণকৃষ্ণ মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন মন্ডলের (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিকভাবে জানা যায়, প্রতিদিনকার মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।
দেবী রঞ্জন মন্ডলের জামাই পলাশ মজুমদার জানান, আজ বুধবার সকাল ৮টার দিকে তাদের শারিরীক অবস্থার অবনতি দেখে এলাকাবাসীর পরামর্শে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে ঘটনাটি স্যোশাল মিডিয়ায় জানাজানি হলে শ্যামনগর থানা পুলিশের একটি তদন্তকারি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রাথমিক তথ্য বিবরণী নথিভুক্ত করে।
তিনি জানান, তাদের বাসা থেকে ২ ভরি ওজনের সোনার কানের দুল ২ জোড়া, ২ ভরি ওজনের সোনার পাটি হার ১টি, ৪ ভরি ওজনের সোনার চেইন ৩টি, দেড় ভরি ওজনের সোনার আংটি ৪টি এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে । পার্শ্ববর্তী চিত্ত রঞ্জনের পরিবারে ২ জন সদস্যের অবস্থা বেশি খারাপ ও আশঙ্কাজনক হওয়ায় তাদের বাসা থেকে কী কী ডাকাতি হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মোল্লা বলেন, ‘ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে তারা তথ্য উদঘাটনের কাজ করছেন। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইনানানুগ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।’