আয়ে তাণ্ডবের পরই উৎসব

ফয়সাল আহমেদ
০২ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
আয়ে তাণ্ডবের পরই উৎসব

দর্শক এখন শুধু দেখতে যান না! সিনেমার আয়ও দেখতে চান। তাদের প্রিয় তারকার সিনেমাটি কত আয় করল সেটি জানার আগ্রহও প্রকাশ করেন। আমাদের দেশের সিনেমা যেহেতু এখন ঈদকেন্দ্রিক, তাই ঈদের সিনেমা নিয়ে আগ্রহটা একটু বেশি। গেল কোরবানির ঈদে মুক্তি পায় ছয়টি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘তা-ব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র : ব্লু গ্যাং’, ‘টগর’ ও ‘এশা মার্ডার : কর্মফল’। এখন পর্যন্ত কোন সিনেমার আয় কত তা জানতে কথা হয় পরিচালক ও প্রযোজকদের সঙ্গে।

রায়হান রাফী পরিচালিত ‘তা-ব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খানসহ অনেকে। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘সিনেমার পুরো আয় এখনই বলা যাচ্ছে না, আমরা এখনও সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব পাইনি, পেলে পরে জানানো যাবে।’

এদিকে সিনেমার পরিবেশনার সঙ্গে যুক্ত মো. শহিদুল মিয়া বলেন, ‘সিনেমা বেশ ভালো গেছে, শাকিবের গত দুই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর চেয়ে এটি সর্বোচ্চ সেল হচ্ছে।’ ‘বাংলাদেশ মুভি রিভিউ’ নামের একটি ফেসবুক পেজ আছে, যারা সিনেপ্লেক্স এবং হলের ই-টিকিটিং সিস্টেম থেকে ১৪টি সিনেপ্লেক্সে বিক্রি হওয়া টিকিটের সংখ্যা থেকে একটি সেল রিপোর্ট দিয়ে থাকে। সেখানে ‘তা-ব’ সিনেমার মুক্তির ২১তম দিনে মোট মাল্টিপ্লেক্স গ্রস সেল হিসেবে তারা দেখাচ্ছে ৯ কোটি ৮২ লাখ টাকা।

ঈদের দিন তিনটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘উৎসব’ সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে পেয়েছিল মাত্র ৫টি শো। সেখান থেকে দর্শক চাহিদায় সিনেমার শো বেড়ে হয়েছে ২৪টি। ২১তম দিনে এসে সিনেমাটি কেমন আয় করছে জানতে চাইলে পরিচালক তানিম নূর বলেন, ‘আমাদের ৩ কোটি টাকার ওপরে টিকিট বিক্রি হয়েছে, যে কয়টি শো চলছে তা-ও প্রায় হাউসফুল। দর্শকের এই ভালোবাসায় আমরা অভিভূত।’ এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

ঈদে হলসংখ্যায় তা-বের পরে এগিয়ে ছিল সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমা। সিনেমাটি দেশের ১১টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি কেমন আয় করেছে জানতে চাইলে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের এ পর্যন্ত গ্রস সেল এক কোটি টাকার ওপরে। শুধু সিনেপ্লেক্সেই এক কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।’ এই আয় আরও বাড়বে আশা প্রকাশ করে খসরু বলেন, ‘আমাদের সিঙ্গেল স্ক্রিন মালিকদের সঙ্গে কথা চলছে, সিঙ্গেল হল চতুর্থ সপ্তাহে গিয়ে আরও বাড়বে। বিদেশে মুক্তি দেওয়া হবে। সামনে সিনেমা আরও ভালো চলবে।’ অ্যাকশন থ্রিলার গল্পের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমার এক গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

পরিচালক মিঠু খানের ‘নীলচক্র : ব্লু সার্কেল’ সিনেমাটি দেখা গেছে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে। পরিচালক জানিয়েছেন, তৃতীয় সপ্তাহ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ২১ লাখ টাকার ওপরে। শুক্রবার থেকে মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী। আরও আছেন সংগীতশিল্পী বালাম, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।

প্রায় একই পরিমাণ আয় করেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘এশা মার্ডার : কর্মফল’। সিনেমাটি দেখা গেছে তিন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস-এ। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটি আয় করেছে ২১ লাখ ৫৯ হাজার টাকা। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, ইশিকা সাকিন ও সৈয়দ এজাজ আহমেদ।

আলোক হাসানের ‘টগর’ সিনেমাটি ১৬ লাখ টাকা আয় করেছে বলে জানিয়েছেন সিনেমার প্রযোজক রনক ইকরাম। ‘টগর’ সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এলআর খান সীমান্ত, শরিফুল।