সাংবাদিক এহসান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিবৃতি
সাংবাদিক ও লেখক এহসান মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সম্প্রতি এহসান মাহমুদকে নিয়ে যে মিথ্যাচার চালানো হচ্ছে তা একটি মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে চায়।”
তিনি বলেন, “২০২৩ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে চাকরি হারান এহসান মাহমুদ। আওয়ামী সরকারের বিভিন্ন নির্যাতনের মুখে দেশের বাইরে পলায়নের ব্যবস্থা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। সেই সময় সুইডেন থেকে বিভিন্ন সংবাদ সংস্থা নিয়ে নিউজ করতেন এহসান মাহমুদ। তাকে চাকরি ও নিরাপত্তা নিশ্চিত না করলে তখনও তাকে দেশান্তরী হতে হতো।”
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের আন্দোলনের প্রাক্কালে গণতান্ত্রিক লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলেন এহসান মাহমুদ। পাশাপাশি সভা-সেমিনারেও উদ্যোগী ভূমিকা রাখেন তিনি। তিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক বৈরুতচার বিরোধী আন্দোলনে লালকার্ড ও রাজপথের সোচ্চার কণ্ঠস্বর ছিলেন বলেও দাবি করা হয়।
বিবৃতিতে দলের মহাসচিব আরও বলেন, “তার বিরুদ্ধে পরিকল্পিত এই অপপ্রচার নিঃসন্দেহে নিন্দনীয় এবং এতে আমরা তীব্র প্রতিবাদ জানাই।”
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?