যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দীর মুক্তিলাভ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দীকে মুক্তি দিয়েছে সরকার। মুক্তিপ্রাপ্ত সবাই কারাগারে অন্তত ২০ বছর কারাদণ্ড ভোগ করেছেন। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) প্রিজনস জান্নাত-উল-ফরহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকার কারাবিধি ৫৬৯ মোতাবেক ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ২০ বছর সাজা ভোগকারী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীদের মধ্যে ৫৬ জনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
‘টুয়েন্টি ইয়ারস রুল’ অনুযায়ী, যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং রেয়াতসহ অন্তত ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতির ক্ষমার অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সুযোগ থাকে।
কারা সূত্রে জানা যায়, এই বন্দীরা শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ রাখার পরই নিয়ম অনুযায়ী মুক্তি পেলেন। এই পদক্ষেপকে মানবিকতা ও পুনর্বাসনের নীতির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, দীর্ঘমেয়াদী বন্দীজীবন শেষে সংশোধিত বন্দীদের মুক্তি সামাজিক পুনঃসম্পৃক্তির সুযোগ সৃষ্টি করে। এ ছাড়া, কারাগারের অতিরিক্ত চাপ কমাতেও এমন সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?