মাদ্রাসায় যাওয়া হলো না ৩ শিক্ষার্থীর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১৮:৪৬
শেয়ার :
মাদ্রাসায় যাওয়া হলো না ৩ শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে খেয়া পারাপারের সময় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়দের তৎপরতায় একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপর দুইজনের এখনো সন্ধান মেলেনি। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া-পুডিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাপলা আক্তার (১৪)। সে দত্তের বাজার-বিরই দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থী একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আরিফ (৮) এবং মমতাজ মিয়ার ছেলে জোবায়ের (৮), তারা মাদ্রাসার এফতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে টাঙ্গাব বাসিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের অপর পাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু জোবায়ের ও আরিফের সন্ধ্যান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দত্তের বাজার-বিরই দাখিল মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান বলেন, ‘খুবই হৃদয়বিদারক একটি ঘটনা ঘটে গেল। তিনজনই আমার মাদ্রাসার শিক্ষার্থী।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আক্তারুল আলম ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’