এনবিআরের আরও ৫ কর্মকর্তার তথ্য অনুসন্ধান করছে দুদক

অনলাইন ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৮:১৮
শেয়ার :
এনবিআরের আরও ৫ কর্মকর্তার তথ্য অনুসন্ধান করছে দুদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য দেন।

তথ্য অনুসন্ধানের আওতায় থাকা এ পাঁচ কর্মকর্তার মধ্যে তিনজন এনবিআরের শাটডাউন কর্মসূচির ‘নেতৃত্বে’ ছিলেন।

এ পাঁচ কর্মকর্তা হলেন- এনবিআরের অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ করকমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মো. তারেক হাছান।

এর আগে গত রবিবার ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরুর কথা বলেছিল দুদক। তাদের মধ্যে পাঁচজনও এনবিআরের শাটডাউন কর্মসূচির সামনের সারিতে ছিলেন।

প্রসঙ্গত, এনবিআর চেয়ারম্যানের অপরসারণ দাবিতে এক সপ্তাহের কলম বিরতি, অবস্থান কর্মসূচি ও সবশেষ দুই দিনের কমপ্লিট শাটডাউন করেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। পরে গতকাল সোমবার থেকে কাজে ফেরেন আন্দোলনকারীরা।

এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন রবিবার কঠোর অবস্থান নেয় সরকার। এনবিআরের সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে আন্দোলনকারীদের কাজে যোগ দিতে হুঁশিয়ারি দেওয়া হয়। সেদিনই ছয় এনবিআর কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরুর তথ্য দেয় দুদক।