একাধিক মামলার পলাতক আসামির থানায় আত্মসমর্পণ
চট্টগ্রামে পটিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে এক মাদক সম্রাট ও মাদকব্যবসায়ী আত্মগোপনে থাকা সমীর সরদার (৫০) নামের একাধিক মামলার পলাতক আসামি পটিয়া থানায় স্ব-শরীরে আত্মসমর্পণ করেছেন।
থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে। সেই একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন কেচিয়া পাড়ায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অসংখ্য অভিযোগ রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরতে পারেনি। তিনি দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন কেচিয়া পাড়ার মৃত ভোলা সরদারের পুত্র।
গতকাল সোমবার রাত ৯টার দিকে পটিয়া থানার ডিউটি অফিসারে কাছে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ করে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো নাজমুন নুর বলেন, ‘মাদকসম্রাট মাদকব্যবসায়ী সমীর দীর্ঘদিনের পলাতক আসামি। হঠাৎ গত সোমবার রাতে স্ব-শরীরে সেই পটিয়া থানায় এসে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করার পর চট্টগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।’