স্টেশন মাষ্টারের গলায় ছুরি ঠেকিয়ে হুমকি
রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যকে নেশা খাওয়ার জন্য টাকা না দেওয়ায় রেলওয়ে স্টেশন মাষ্টারের গলায় ধারাল ছুরি ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সকালে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বদরগঞ্জে রেলওয়ে স্টেশনে জুলাই বিপ্লবের পর থেকে কিশোর গ্যাংয়ের মহড়া ও আড্ডায় রেলযাত্রীসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের বিভিন্ন অপকর্ম দেখার পরও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। এমতাবস্থায় ঘটনার দিন কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য ও রেলওয়ে বস্তিতে বসবাসকারী টোকাই রুবেল নেশা খাওয়ার জন্য ষ্টেশন মাষ্টার ইমরুল কায়েসের কাছে ১২০০ টাকা চাঁদা দাবি করেন। ষ্টেশন মাষ্টার তাকে সাফ জানিয়ে দেন তার পক্ষে নেশার খাওয়ার টাকা দেওয়া সম্ভব নয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে টোকাই রাসেল ক্ষিপ্ত হয়ে ষ্টেশন মাষ্টার ইমরুল কায়েসের গলায় ছুরি ঠেকিয়ে হুমকি প্রদানসহ রেলওয়ে স্টেশন অফিসের টেবিল চেয়ার ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ট্রেন যাত্রীসহ প্লাটফর্মে অবস্থানরত লোকজন এগিয়ে আসলে তিনি সটকে পড়েন। এ ঘটনায় ষ্টেশন মাষ্টার ইমরুল কায়েস বাদী কিশোর গ্যাংয়ের সদস্য ও টোকাই রুবেলের নামে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
ষ্টেশন মাষ্টার ও মামলার বাদী ইমরুল কায়েস আমাদের সময়কে বলেন, ‘দিনে কিংবা রাতে ষ্টেশন প্লাটফর্মে ও ষ্টেশন এলাকায় কিশোর গ্যাংয়ের মহড়া ও আড্ডায় অতিষ্ঠ রেলযাত্রীসহ এলাকাবাসী। এখানে ষ্টেশন মাষ্টার কর্মচারী সহ ট্রেনযাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ নিয়োগ দেওয়া উচিত।’
এ মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে থানার উপপরিদর্শক কালাম বলেন, ‘ষ্টেশনে হামলা ও স্টেশন মাষ্টারের কাছে চাঁদা দাবির ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্য ও টোকাই রাসেল গ্রেপ্তারে রেলওয়ে পুলিশ মাঠে তৎপর রয়েছে।’