‘আ. লীগ সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হয়নি’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন বা বিলুপ্ত হয়নি।’
তিনি বলেন, ‘জুলাইয়ে আন্দোলনে ১ দফার দাবি কেবলমাত্র ১টা দলের বা ক্ষমতার পদ পরিবর্তন নয়, আমাদের চাওয়া ছিল আরো বড়। তার কিছুই এখনো দেখতে না পাওয়া ভীষণ হতাশার। যদি এমন হতো আওয়ামী লীগের পতনেই আমাদের একমাত্র লক্ষ্য, তাহলে আমাদের আজকে এ রকম হতাশা থাকত না।’
গতকাল সোমবার জুলাই গণঅভ্যুত্থান-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সাভারে পথসভায় এসব কথা বলেন তিনি।
জুলাইয়ের প্রথম প্রহরে এদিন গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ডেইরী গেইটে পথসভায় জুলাই যোদ্ধাদের সঙ্গে স্লোগানে কন্ঠ মেলান নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘যে লক্ষ্য নিয়ে সারাদেশের মানুষ স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল এখনো আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। শেখ হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বহাল রয়েছে। সেটা বিলোপের জন্য আমাদের এই লড়াইটা চলমান রাখতে হবে। আমাদের অনেক ভুল হয়েছে, অনেক সীমাবদ্ধতা ছিল। সবশেষে আমরা মানুষের কাছে জনগণের কাছে ফিরে যেতে চাই। কারণ আমরা মনে করি জনতা সঙ্গে ছিল বলে আমরা সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। শেখ হাসিনার মত স্বৈরাচারীকে হটাতে পেরেছিলাম।’
পদযাত্রায় শুভেচ্ছা জানাতে আসায় নাহিদ ইসলাম কৃতজ্ঞতা জানান জুলাই গণঅভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। এছাড়া জাকসু নির্বাচন নিয়ে টালবাহানা ও সময় ক্ষেপণের জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন নাহিদ ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা।