ছক কষছেন মিরাজ
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকা সিরিজ তার প্রথম অ্যাসাইনমেন্ট। অধিনায়ক হিসেবে সাফল্য পেতে উন্মুখ হয়ে আছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চান তিনি। প্রথম ওয়ানডে ম্যাচের আগে প্রতিপক্ষকে কীভাবে পরাজিত করা যায়, এখন সেই ছকই কষছেন মিরাজ।
হঠাৎ করেই অধিনায়কত্বের ঝাণ্ডা পেয়েছেন মিরাজ। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে একদিনের ক্রিকেটের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই কদিন লাল বলের ক্রিকেট নিয়ে শ্রীলংকায় ব্যস্ত সময় পার করতে হয়েছে তাকে। অবশ্য জ¦রের কারণে সিরিজের প্রথম টেস্ট খেলা হয়নি মিরাজের। কলম্বো টেস্ট দিয়ে দলে ফেরার পর তিনি ব্যাট হাতে ৩১ ও ১১ রান করেছেন। বল হাতে ২০ ওভারে ৭৫ রান দিলেও কোনো উইকেট পাননি। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়েছে। গল টেস্ট ড্র করলেও কলম্বো টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলংকা।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
এবার একদিনের ক্রিকেটের লড়াই। আগামীকাল কলম্বোয় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন মিরাজ। সবার কাছে সেরাটা চান তিনি। তবে নাজমুলের কাছে তার প্রত্যাশা বেশি! মাঠে সব ধরনের সহযোগিতা চেয়েছেন। নাজমুলও বন্ধুর পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংস্করণে নাজমুলই অধিনায়ক ছিলেন। হঠাৎ করেই তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছে বিসিবি। অভিমান বুকে চেপে রেখে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন তিনি। গলে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতে যেন জবাবও দিয়েছিলেন। তবে কলম্বো টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এসে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছেন নাজমুল। তিনি এখন জাতীয় দলের শুধুই একজন ব্যাটসম্যান। তবে দলকে নেতৃত্ব দেওয়ার কারণে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। মিরাজ সেটাই তার কাছ থেকে নিতে চান।
ওয়ানডে দলে কিছু পরিবর্তন আছে। তাসকিন, মোস্তাফিজরা যোগ দিয়েছেন। দলের বোলিং শক্তি অনেক বেড়েছে এতে। ব্যাটিংয়ে নাঈম শেখকে দেখা যাবে। ৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশ দল ভালোই খেলে। তাদের শক্তির জায়গা এই ফরম্যাট। তবে ঘরের মাটিতে শ্রীলংকাকে খাটো করে দেখার সুযোগ নেই। টাইগাররা সেটি বেশ ভালোমতোই জানেন। এ জন্য অনুশীলনে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছেন তারা। টেস্টের ব্যর্থতা বিশেষ করে কলম্বোয় যেভাবে ইনিংস ব্যবধানে হেরেছেন তা ভুলে এখন সামনে তাকাচ্ছেন ফিল সিমন্সের শিষ্যরা। একদিনের ক্রিকেট হওয়ায় বেশি আশাবাদী তারা। মিরাজও মুখিয়ে আছেন নিজের সেরাটা দেওয়ার। তিনি অধিনায়ক। জয়কেই পাখির চোখ করেছেন।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
ওয়ানডে র্যাংকিংয়ে শ্রীলংকার অবস্থান চারে; বাংলাদেশ ১০ নম্বরে। এখন পর্যন্ত তারা ৫৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৪৩ ম্যাচে। সর্বশেষ গত বছরের মার্চে চট্টগ্রামে তাদের দেখা হয়েছিল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে কলম্বোয় ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ দুদল ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচ ২১ রানে জিতেছিল শ্রীলংকা। তবে অতীতের ফল নিয়ে মাথা ঘামাচ্ছেন না মিরাজ। তারা বর্তমানে চোখ রাখছেন। মাঠের দিকেই পূর্ণ মনোযোগ সবার। টেস্টে না হলেও একদিনের ক্রিকেটে সিরিজ জিততে চান টাইগাররা। দেশছাড়ার আগে সম্প্রতি তাসকিনও এমনটাই বলেছেন।
আরও পড়ুন:
বিপাকে আলভেস