যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

প্রধান উপদেষ্টা-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

কূটনৈতিক প্রতিবেদক
০১ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দুই নেতার এই ফোনালাপ হয়। আলাপে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে দুই নেতা ঐকমত্য হন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রায় ১৫ মিনিট স্থায়ী ফোনালাপটি ছিল ‘উষ্ণ, সৌহার্দপূর্ণ এবং গঠনমূলক’- যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রতিফলিত করে।

এদিকে, ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক প্রেস নোটে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ (সোমবার) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন। উভয়েই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গত জানুয়ারিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়তে এবং আন্তর্জাতিক সম্পর্ককে নতুনভাবে জোরদার করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, মার্কো রুবিও চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নতুন সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম সরাসরি যোগাযোগ। বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ দুই দেশের মধ্যে পুনর্গঠিত কূটনৈতিক সম্পর্ক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।