সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৫
বহিরাগতদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টার ঘটনায় এক সংঘর্ষে ৪/৫ জন সাংবাদিক আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে প্রেসক্লাব শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাইরে থেকে সাংবাদিক আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে একটি তথাকথিত প্রেসক্লাবের কমিটি ঘোষণা করে প্রেসক্লাবকে অস্থীতিশীল করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ, যুবলীগ, ব্যবসায়িদের সদস্য দিয়ে প্রেসক্লাব দখলের পায়তারা করতে থাকে।
একপর্যায়ে আজ সোমবার আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব দখল করতে আসে। এ সময় প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের প্রতিরোধের চেষ্টা করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে উভয় পক্ষের সাংবাদিক আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রেসক্লাবে আসলে দখল করতে আসা ব্যক্তিরা প্রেসক্লাব ত্যাগ করতে বাধ্য হন।
হামলায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আল ইমরান, অমিত কুমার ঘোষ, বেলাল হোসেনসহ ৫-৬ জন সাংবাদিক আহত হন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।