২ জেলার ৭০ হাজার প্রতিবন্ধীকে সহায়তা দেওয়ার ঘোষণা
ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ৭০ হাজারেরও বেশি প্রতিবন্ধীকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ সোমবার ঢাকায় এক বিবৃতিতে ইইউ প্রতিনিধিদল জানায়, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং ইউরোপ ও আমাদের অংশীদার দেশগুলোর প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে গুরুত্ব দিচ্ছে। ময়মনসিংহের ‘প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে (পিসিসি) একটি নতুন প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তি ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মানবাধিকারভিত্তিক অ্যাডভোকেসি ও নীতিগত সংলাপে সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?