জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘যখন শহিদদের ত্যাগ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, তখন আমরা চাই সত্য ইতিহাস ও আত্মত্যাগের চেতনাকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে ছাত্রশিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তিনি আরও জানান, ছাত্রশিবির জুলাই স্পিরিট ধরে রাখতে গায়েবানা জানাজা, কবর জিয়ারত, শহিদ পরিবারের খোঁজখবর, সহযোগিতা, ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ‘ফ্রেমবন্দি ৩৬ জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন, জুলাই স্মৃতিলিখন প্রতিযোগিতাসহ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য ‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’—এই শিরোনামে ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:
১. সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
২. শহিদদের কবর জিয়ারত, শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়
৩. শাখাভিত্তিক জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন
৪. সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন
৫. জুলাই গ্রাফিতি অঙ্কন
৬. জুলাইয়ের গল্প ও স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
৭. শহিদদের নামে লাইব্রেরি/পাঠাগার প্রতিষ্ঠা
৮. শহিদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন
৯. জুলাইয়ের ওপর সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ
১০. জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী। এবং
১১. ‘Think Back to 36 July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন।
কর্মসূচিগুলো শিবিরের কেন্দ্র থেকে শুরুর করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে ৩৬ দিনব্যাপী পালন করা হবে।