কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে পিটিয়ে জখম
কুষ্টিয়ার খোকসা উপজেলায় চাচা শ্বশুরের কাছে ধার নেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রাজু (২৫) নামে এক নির্মাণ শ্রমিক ও তার মা। আজ সোমবার সকাল ৮টার দিকে বেতবাড়িয়া ইউনিয়নের চর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রাজু (২৫) স্থানীয় একজন নির্মাণ শ্রমিক। একই গ্রামের মৃত মোকাজেল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু তার চাচা শ্বশুর আজাজদ্দি (৪০)-কে তিন বছর আগে ৩০ হাজার টাকা ধার দেন। বারবার বলার পরও টাকা ফেরত না পেয়ে আজ সকালে রাজুর মা আজাজদ্দির বাড়িতে গিয়ে টাকা ফেরতের অনুরোধ জানান। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে আজাজদ্দি তাকে আঘাত করেন। পরে ছেলে রাজু মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। হাতে থাকা পানির মগ দিয়ে রাজুর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।
এরপর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, রাজুর মাথায় আটটি ও তার মায়ের মাথায় তিনটি সেলাই লেগেছে। রাজু ও তার পরিবার এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে চর ভবানীপুর গ্রামে আজাজদ্দির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
পরিবারের অন্য সদস্যরা জানান, আত্মীয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা মীমাংসার চেষ্টা করছি।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাটি এখনো পর্যন্ত থানায় লিখিতভাবে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।