লাইফ সাপর্টে শাওনের মা

বিনোদন ডেস্ক
৩০ জুন ২০২৫, ১২:৪৭
শেয়ার :
লাইফ সাপর্টে শাওনের মা

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপর্টে রয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী। মায়ের অসুস্থতার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

গতকাল রবিবার ফেসবুকে শাওন লিখেছেন, ‘আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী। আমার আম্মু হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পপর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ ঘণ্টায় দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন! আমরা তাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিসিআর) দিয়ে হৃদযন্ত্র সচল করা হয়েছে।’

শাওন জানান, তার মা এখন মা লাইফ সাপোর্টে, ভেন্টিলেশন টিউব দিয়ে শ্বাস নিচ্ছেন। আর ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

মা আবার সুস্থ হয়ে বাসায় ফিরবেন- সেই আশা ব্যক্ত করে অনুরাগীদের কাছে মায়ের সুস্থতা কামনায় দোয়াও প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। শাওনের ভাষ্য, ‘যে এ পোস্টটি পড়ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আম্মুর জন্য দোয়া করুন। তাকে (বেগম তাহুরা আলী) আপনাদের প্রার্থনায় রাখুন।’