শাহেদা স্মৃতি পাঠাগারে আগুন
নেত্রকোণার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে একটি পাঠাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানের নিজ বাড়িতে প্রতিষ্ঠিত ‘শাহেদা স্মৃতি পাঠাগারে’ পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় এক পথচারী, ব্যবসায়ী নিরঞ্জন প্রথমে আগুন দেখতে পান। এরপর আগুন নেভানোর জন্য দ্রুত আনসার উদ্দিন খান পাঠানের ছোট ভাই সানাউল হক পাঠান (মোহন) কে খবর দেন। পরে লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত হাফিজুর রহমান খান পাঠান (লেলিন) ও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ সময় পাঠাগারে থাকা প্রায় ৩০-৪০টি মূল্যবান বই সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রাথমিকভাবে ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও স্থানীয়দের দাবি—ক্ষতির পরিমাণ কেবল টাকায় পরিমাপযোগ্য নয়, কারণ পুড়ে যাওয়া বইগুলো ছিল অনেকের জ্ঞানের ভরসাস্থল।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’