ভোটের সময় ঘোষণায় ফিরবে স্থিতিশীলতা: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ০০:০০
শেয়ার :
ভোটের সময় ঘোষণায় ফিরবে স্থিতিশীলতা: আইএমএফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঘিরে কর্মকর্তাদের আন্দোলন এবং সার্বিক রাজস্ব সংস্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সেই সঙ্গে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্যদিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে গিয়ে স্থিতিশীলতা ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে আইএমএফ। সংস্থাটি মনে করে, নির্বাচনের সঙ্গে সঙ্গে স্থিতিশীল পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ বাড়াতেও সহায়ক হবে।

গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশের জন্য আইএমএফের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। সংবাদ সম্মেলনে ডেপুটি মিশন প্রধান আইভো ক্রিজনার ও বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সংযুক্ত ছিলেন। মিশনপ্রধান বলেন, আমরা যেসব সংস্কারের তাগিদ দিচ্ছি, তা নিয়ে এনবিআর চেয়ারম্যান আমাদেরকে হালনাগাদ পরিস্থিতি জানাচ্ছেন। জনগণকে এটি স্বীকৃতি দেওয়া প্রয়োজন যে, সরকার যেসব প্রচেষ্টা চালাচ্ছে, তা খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার।

বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশের জন্য এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জিং উপাদান রয়েছে। বাংলাদেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে এবং ভূ-রাজনৈতিক, স্থানীয় ইস্যুতে নানা অনিশ্চয়তা রয়েছে। আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই। তবে আমরা মনে করি, নির্বাচনের সময় নির্ধারণে বিনিয়োগের স্পর্শকাতরতার সম্পর্ক রয়েছে, যা বাংলাদেশের ওপর কান্ট্রি রিপোর্টে আইএমএফ উল্লেখ করেছে। বাংলাদেশে নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা ছিল। নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। এখন আমরা প্রত্যাশা করি, অনিশ্চয়তা কেটে যাবে। নির্বাচনের সময় স্থির হওয়ায় বিদেশি বিনিয়োগ আসা শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেক কম। তবে নির্বাচনের সঙ্গে সঙ্গে স্থিতিশীল পরিস্থিতি বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।