উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগজিন পাওয়া গেছে।
আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।
তবে, রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।
এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তীতে তিনি ম্যাগজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগেজে গুলির ম্যাগজিন বহন করা নিষিদ্ধ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বলেন, ‘স্ক্রিনিংয়ের সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের (ব্যাগ) ভেতরে ম্যাগজিনটি পাওয়া যায়। শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান, ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রাগিব আরও বলেন, ‘এই ঘটনার পর উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন।’
বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, উপদেষ্টা আসিফের বন্দুকের লাইসেন্স নেওয়া আছে। সেজন্য এ বিষয়ে আর কিছু করার কোনো প্রয়োজন ছিল না।
উল্লেখ্য, টার্কিশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি সকাল ৭টার দিকে ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।