সাকিবকে কেন দলে নেওয়া যায়নি, জানাল রংপুর

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ১৭:১৮
শেয়ার :
সাকিবকে কেন দলে নেওয়া যায়নি, জানাল রংপুর

গায়ানার গ্লোবার সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। এই আসরে সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল রংপুর। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। 

নুরুল হাসান সোহানের নেতৃত্বে গত ২০ জুন স্কোয়াড ঘোষণা করে রংপুর। সেখানে গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম সরকার দলে আছেন। তবে জিএসএল চলার সময় শ্রীলংকা সিরিজ থাকায় শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা থাকতে পারছেন না এবার। রংপুরের হয়ে অতিথি হিসেবে এবার খেলতে যাচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি। তবে গতবারের দল থেকে এবার নেই আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরাফাত সানি।

সাকিবকে না নেওয়া নিয়ে আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন ‘সাকিব আল হাসান বাংলাদেশের কেন, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি—এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’

সাকিবকে নেওয়া যাবে না, এমন কোনো নির্দেশনা ছিল কি না এমন প্রশ্নে রংপুরের টিম ডিরেক্টর বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি না, এ বিষয়ে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি, তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবও পরিস্থিতি সম্পর্কে জানে।’

সোহান সাকিব প্রসঙ্গে বলেন, ‘আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য গর্বের। সাকিব যে দলেই থাকুক না কেন, (তারা) অনেক লাভবান হবে। সেটা বাংলাদেশ অনেক বছর ধরেই হয়ে এসেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার সুযোগ নেই।’

এবার রংপুর ছাড়া জিএসএলের বাকি চারটি দল হলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্র্যাগস ও ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাবরিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং ও খাওয়াজা নাফে।