‘প্রশাসনের লোক’ পরিচয়ে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
রাতের অন্ধকারে প্রশাসনের লোক পরিচয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ঘর থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য আব্দুর রহিম (৫০) জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।
জানা যায়, গতকাল শনিবার মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘আব্দুর রহিম ১নং ওয়ার্ড (জিগাতলা) গ্রামের দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেন দুর্বৃত্তরা তাকে খুন করেছে জানিনা। আব্দুর রহিমের খুনের ঘটনা গভীরভাবে শোকাহত আমরা। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাচ্ছি।’
বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান বলেন, ‘রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে।’