ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য সৌদির বড় সুখবর
হিজরি নববর্ষ উপলক্ষে সৌদি আরব একটি নতুন উদ্যোগ চালু করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা যাতে নিরাপদে দেশ ছাড়তে পারে সেজন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হবে। সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্টস জানিয়েছেন, বাড়ানো এই সময় শুধু ৩০ দিনের জন্য প্রযোজ্য হবে এবং এটি শুরু হয়েছে ১/১/১৪৪৭ হিজরি (২৭ জুন, ২০২৫) থেকে। এই পদক্ষেপের লক্ষ্য হলো যেসব দর্শনার্থীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সৌদি ছেড়ে যাওয়া সহজতর করা।
দেশটির এই উদ্যোগ থেকে উপকৃত হতে হলে আবেদনকারীদের প্রথমে নিয়মানুযায়ী প্রযোজ্য ফি এবং জরিমানা দিতে হবে। পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে, এই সুবিধার আওতায় পড়বেন এমন ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশার’ ইলেকট্রনিক পরিষেবা প্ল্যাটফর্মে তাওয়াসুল সেবার মাধ্যমে একটি অনুরোধ জমা দিয়ে কাজটি সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হিজরি নববর্ষ উপলক্ষে এই উদ্যোগ থেকে উপকৃত হওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষ দেশটিতে আসা বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে বলা হয়েছিল, পবিত্র হজ করতে আসা মুসল্লিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে। এবার এল ৩০ দিন মেয়াদ বৃদ্ধি করার খবর। যদিও এই সুবিধা হজযাত্রী ছাড়াও সব ধরনের বিদেশিরা পাবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস