একসঙ্গে চঞ্চল ও ঋতুপর্ণা

বিনোদন প্রতিবেদক
২৯ জুন ২০২৫, ১৪:৫০
শেয়ার :
একসঙ্গে চঞ্চল ও ঋতুপর্ণা

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণাও (ঋতুপর্ণা সেনগুপ্ত) বাংলাদেশি দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ। এবার জনপ্রিয় এই দুই তারকাকে পাওয়া যাবে এক সিনেমায়। তাদের নিয়ে ‘ত্রিধারা’ শিরোনামে সিনেমা নির্মাণ করবেন ওপার বাংলার নির্মাতা অমিতাভ ভট্টাচার্য।

২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটা জীবনের সমীকরণ বদলে দেয়- তাই তুলে ধরা হবে এই সিনেমায়। এই তিন চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা। এমনটাই খবর ভারতীয় সংবাদ মাধ্যমের। 

এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা সিনেমার কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই সিনেমার কাজ শুরু হবে। ভাবনা চিন্তা চললেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

এদিকে গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমাটি রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির ২০ দিন পেরিয়ে গেলেও হলভর্তি দর্শক নিয়ে সিনেমাটি চলছে।