যে রোগে ভুগছেন জোভান

বিনোদন প্রতিবেদক
২৯ জুন ২০২৫, ১৪:৩২
শেয়ার :
যে রোগে ভুগছেন জোভান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দীর্ঘমেয়াদী এক জটিল রোগে ভুগছেন এই অভিনেতা। গতকাল শনিবার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে এক পোস্টে তথ্যটি জানিয়েছেন তিনি নিজেই।

জোভান জানান, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনে আক্রান্ত। অভিনেতা তার পোস্টে এ ধরনের অসুস্থতায় আক্রান্তদের বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বিশেষ বার্তাও দেন।

সেই পোস্টে একটি ছবি শেয়ার করে জোভান বলেন, ‘‌আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই-বা কয়দিন?’

যোগ করে তিনি আরও বলেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে! এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে! মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে! একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির!’

সবশেষ জোভান বলেন, ‘তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’

উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন ফারহান আহমেদ জোভান। ২০১৩ সালে আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয়ের মাধ্যমে জয় করে নেন দর্শকের হৃদয়।