মেরিন ড্রাইভে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশারফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত পারভেজ মোশারফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসাইন জানান, ‘পারভেজ মোশারফ মোটরসাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।’
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পারভেজকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।