দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

অনলাইন ডেস্ক
২৯ জুন ২০২৫, ১২:০৫
শেয়ার :
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মো.নাহিদ ইসলাম।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪টি জেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, ‘১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। তাই এই দিনটিকে আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। এছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রজনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের কর্মসূচি রয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তাই এই দিনটিকে ছাত্রজনতার মুক্তি দিবস হিসেবে পালন করবে এনসিপি।’

এদিকে এ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘দেশ গড়তে “জুলাই পদযাত্রা”। আমরা আসছি ৬৪ জেলায়, আপনাদের দুয়ারে।’