বীর মুক্তিযোদ্ধা এ এ জাফর ইকবাল আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য, জনসংযোগ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এ এ জাফর ইকবাল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ শনিবার দুপুর ১২টায় ঢাকা বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
জানা গেছে, আজ শনিবার বাদ মাগরিব ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বীর মুক্তিযোদ্ধা এ এ জাফর ইকবাল দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এ এ জাফর ইকবালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?