খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে খুলনা প্রেসক্লাবে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘আমরা নিজে থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে বলেছেন, তাদের দাবি যেন প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ৩৬ জুলাই উদযাপনের জন্য সরকার যেন তাদের অর্থ সহায়তা করেন। অথচ আমরা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি কয়েকটি অনলাইন পোর্টাল নিউজ করেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবরুদ্ধ।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, সুকান্ত দাশ নামে পুলিশের এক এসআইকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আজ দুপুর ১২টা থেকে ‘খুলনা অচল’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।