খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে গাজীপুরে টঙ্গীতে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ডের একটি বিলের এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আবু রায়হান গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এরশাদ নগরের মফিজের ছেলে আবু রায়হান (১২) এবং একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনী (১১)। তারা দুইজনই স্কুল শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ডের ৭-৮ জন শিশুর একটি দল একটি বিলের পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি মাঠের পাশে ডোবায় পড়ে গেলে রায়হান ও তানভীর তা তুলতে গিয়ে অসাবধানতাবশত বিলের পানিতে পড়ে যায়।
এ সময় তাদের সঙ্গে থাকা সহপাঠীদের চিৎকারে আশেপাশে লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে দ্রুত টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’