জাবির সপ্তম সমাবর্তন কবে, জানালেন উপাচার্য

জাবি প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৮:৩৬
শেয়ার :
জাবির সপ্তম সমাবর্তন কবে, জানালেন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন আগামী বছরের (২০২৬ সাল) জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

আজ শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনের বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানের ইচ্ছা থাকলেও আমরা এ বছর তা করতে পারিনি। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করব।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে পঞ্চম ও ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ ও সর্বশেষ সমাবর্তন।