১৮ বছর পর সোহেল আরমান

বিনোদন প্রতিবেদক
২৮ জুন ২০২৫, ১৭:৩২
শেয়ার :
১৮ বছর পর সোহেল আরমান

টিভি নাটকের জনপ্রিয় মুখ সোহেল আরমান। একসময় নিয়মিত অভিনয় করেছেন বিটিভিতে। শুধু অভিনয়ই নয়, বিটিভির জন্য নির্মাণও করেছেন বেশ কিছু নাটক। তবে মাঝে দীর্ঘ সময় বিটিভির কোনো কাজে পাওয়া যায়নি এই অভিনেতা ও নির্মাতাকে।

দীর্ঘ বিরতির পর গত রোজার ঈদে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘জলপরী’। এবার তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘জল জোছনা’। এর মধ্যদিয়ে দীর্ঘ ১৮ বছর পর বিটিভির কোনো ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন সোহেল আরমান।

তিনি বলেন, ‘ধারাবাহিকের গল্পে দেখা যাবে একটি মানুষের দুটি অধ্যায়। একটা অতীত, অন্যটি বর্তমান। কারণ, এক দুর্ঘটনায় সে তার অতীতের সবকিছু ভুলে যায়। এই ক্রাইসিসের ওপর গড়ে উঠেছে ধারাবাহিকটির গল্প।’

নির্মাণের পাশাপাশি নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন সোহেল আরমান। দুই বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে সাজ্জাদ হোসেন দোদুলের ‘বোকা প্রেম’ ধারাবাহিকে। তবে বিটিভির নাটকে অভিনয় করলেন প্রায় দেড় যুগ পর।

সোহেল আরমান বলেন, ‘১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা অভিনয় করেছি। এরপর পরিচালনা ও চিত্রনাট্য লেখায় মনোনিবেশ করায় অভিনয় তেমন করা হয়নি। আবার অভিনয় করার অন্যতম কারণ, সবার ভালোবাসা। অভিনয়ের জন্য অনেক অনুরোধ পাই। তাই ফেরা। এটা যদি দর্শক পছন্দ করে, তাহলে আবার হয়তো অভিনয়ে নিয়মিত হব। সে ক্ষেত্রে নির্মাণে একটু কম দেখা যেতে পারে।’

তিনি জানান, ‘জল জোছনা’ প্রচার হবে চলতি বছর শেষদিকে। আপাতত নাটকটির ৩৯ পর্বের শুটিং করা হবে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নায়মা আলম মাহা, রিফাত জাহান, শানারেই দেবী শানু, আলিফসহ অনেকে।