সরকারি দপ্তরে পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৭:২৮
শেয়ার :
সরকারি দপ্তরে পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের

সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের নিয়োগের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিভিন্ন উন্নত দেশের মতো ৫ আগস্টের পরে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীদের পার্টটাইম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। তাই পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, একইসাথে শিক্ষার্থীদেরও আর্থিক সচ্ছলতা আসবে।’

উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং কীভাবে তাদেরকে নিয়োগ দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে।’

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দুর্ঘটনা ঘটে এসব অটোরিকশার কারণে। তাই নিরাপদ বাহন হিসেবে ই-রিকশাকে তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ই-রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে। যা হবে অনলাইনের মাধ্যমে।’