পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। হামলায় ১৪ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের (টিটিপি) একটি অংশ।
স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সকালে উত্তর ওয়াজিরিস্তানের মির আলীর খাদি মার্কেটে সেনাবাহিনীর গাড়িবহরে এই হমলা চালানো হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে এখনও পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি।
ওয়াজিরিস্তানের একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সামরিক গাড়ীবহরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশেপাশের দুটি বাড়ির ছাদও ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশটির সীমান্তবর্তী পাকিস্তানি অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস