ইসলামী আন্দোলনের সমাবেশে দেশীয় অস্ত্রসহ আটক ১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে অংশ নিতে আসা লোকজন একটি ছুরিসহ ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না-জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। এই মুহূর্তে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তবে আটক ব্যক্তি দাবি করেন যে, তিনি একজন ভবঘুরে মানুষ। ছুরিটি কাউকে আঘাত করতে নয়, তিনি নিজের খাবার কেটে খাওয়ার জন্য এটি সঙ্গে রাখেন।
এর আগে সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয় মহাসমাবেশের প্রথমপর্ব। এই পর্বে বক্তব্য রাখেন জেলা ও মহানগরের নেতারা। পরে মূল পর্ব শুরু হয় দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?