পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে আগুন, পুড়ল ঘর-গরু-ছাগল

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৪:২০
শেয়ার :
পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে আগুন, পুড়ল ঘর-গরু-ছাগল

নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে একটি ঘরসহ গরু-ছাগল ও মালামাল পুড়ে যায়। 

আজ শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঘরে আগুন ধরে যায়। তার আগেই আশপাশে কিছু লোকজন লাঠিসোটা নিয়ে ঘোরাফেরা করছিল এবং আমাকে হুমকি দিচ্ছিল।’ 

তিনি বলেন, ‘ঘটনার আগের দিন জমি সংক্রান্ত বিরোধে আমার চাচাতো ভাই মো. গোলাম রাব্বানী, আল আমিন, বাসার ও নাসিমের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এর পর থেকেই তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছিল। রাতেই আমার ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে একটি গরু, কয়েকটি ছাগল ও ঘরের আসবাবপত্রসহ আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

অপরদিকে অভিযুক্ত মো. গোলাম রাব্বানী বলেন, ‘আমিনুল ইসলাম ও তার ছেলেরা আমাদের ওপর হামলা চালিয়ে আমাকে লাঠি দিয়ে আঘাত করে। আমি এখনও অসুস্থ। আগুন লাগার সময় আমরা আগুন নেভাতে গিয়েছিলাম। এ বিষয়ে আমরা কিছু জানি না।’ 

অভিযুক্ত আল আমিনও একই দাবি করেন বলে জানা যায়।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, ঘটনার খবর পাওয়ার পর শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।