তাহসান কেন বিয়ে করলেন প্রশ্ন মন্দিরার

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৪:১৬
শেয়ার :
তাহসান কেন বিয়ে করলেন প্রশ্ন মন্দিরার

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। তবে ‘কাজল রেখা’ দিয়ে নাম লিখান সিনেমায়। গেল ঈদেও মুক্তি পেয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। যেখানে নায়িকার বিপরীতে দেখা গেছে আরিফিন শুভকে।

এদিকে, সিনেমার প্রচারণা করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে নায়িকা কথা বলেছেন নিজের পছন্দ-অপছন্দ নিয়েও। জানিয়েছেন, অভিনেতা আরিফিন শুভকে নাকি তার ছোটবেলা থেকেই ভালো লাগে। এবার জানা গেল, গায়ক-অভিনেতা তাহসান খানও নাকি তার ক্র্যাশ ছিলেন।

চলতি বছর শুরুর দিকে আবার বিয়ে করেন তাহসান খান। এ নিয়ে আফসোসের শেষ নেই মন্দিরার। এক ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক মন্দিরার ক্র্যাশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কে যেন? ওহ তাহসান। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি। কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’

বলা দরকার, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন তাহসান খান। ১৮ বছর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। পরে ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালের ৪ অক্টোবর। এরপর বেশ কিছুদিন সিঙ্গেল ছিলেন তাহসান।