‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষিত ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে।
আজ শনিবার সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থান নেয় কর্মকর্তা ও কর্মচারীরা। এতে প্রবেশপথ বন্ধ থাকায় এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়।
তবে প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে ‘মার্চ টু এনবিআর’ সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আসছেন। তারা এনবিআর ভবন ও ভবন সংলগ্ন ফুটপাতে অবস্থান নিচ্ছেন।
এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ উপদেষ্টার সঙ্গ বৈঠকে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বৈঠকে এনবিআর চেয়ারম্যান ও বোর্ডের সদস্য ছাড়া ঐক্য পরিষদের কেউ ছিলেন না- দাবি করে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ছাড়া এনবিআরের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে এনবিআর। আর লাগাতার ‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ হয়ে পড়েছে দেশের আমদানি-রপ্তানি।