সৌরভ গাঙ্গুলির বাড়িতে আদিত্য-সারা, আপ্যায়ন করা হলো যেসব খাবারে

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২৫, ১০:০৫
শেয়ার :
সৌরভ গাঙ্গুলির বাড়িতে আদিত্য-সারা, আপ্যায়ন করা হলো যেসব খাবারে

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়িতে অতিথি হয়ে আসেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও বলিউড অভিনেত্রী সারা আলি খান। গত বৃহস্পতিবার তারা সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসেন। বিভিন্ন বাঙালি খাবারের পদ দিয়ে তাদের আপ্যায়ন করেছে গাঙ্গুলি পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, নিজেদের আসন্ন ছবি ‘মেট্রো..ইন দিনো’র প্রচারে বৃহস্পতিবার কলকাতায় আসেন আদিত্য সারা। ইডেন গার্ডেনে তাদের স্বাগত জানান সৌরভ গাঙ্গুলি ও তার দাদা স্নেহাশিস গাঙ্গুলি। প্রাথমিক আলাপচারিতে শেষে অতিথি হিসেবে গাঙ্গুলি বাড়িতে যান তারা।

এর আগেও বহু তারকা ও বিশিষ্টজনরা কলকাতায় সৌরভ গাঙ্গুলির বাড়ির বিশেষ অতিথি হিসাবে এসেছেন। সেই তালিকায় যোগ হলোসারা ও আদিত্যর নামও। তাদের আপ্যায়নে সৌরভের বাড়িতে ছিল বিশাল ভোজের আয়োজন। পঞ্চব্যঞ্জন পদে সেজেছিল আদিত্য-সারার খাবারের থালা। ছিল এক্কেবারে বাঙালি খাবারের আয়োজন। শুধুই সৌরভ গাঙ্গুলি নয় বরং তার মা নিজে খাবার টেবিলে বসে থেকে অতিথিদের দেখভাল করেছেন।

সৌরভের বাড়িতে অতিথির খাবারের থালা সেজেছিল কচুরি, ডাল, মুরগির মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, ফিশ ফ্রাইয়ের মতো নানা আমিষ ও নিরামিষ পদ। এ ছাড়া সৌরভের  পছন্দের আলুপোস্তও এদিন ছিল মেন্যুতে। শেষপাতে ছিল আম, মিষ্টি, দই ও কমলাভোগ।

সারার কলকাতা আসা ও সৌরভের বাড়ির অতিথি হওয়ার খবরে জল্পনা চলছিল যে হয়তো সৌরভের বায়োপিকে ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে তাকে। যদিও সেই নিয়ে কোনো রকম কথা বলেননি সারা।