কলাপাড়ায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৫৬৪

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১০:০৪
শেয়ার :
কলাপাড়ায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৫৬৪

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই বৃদ্ধ গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। এর মধ্যে ৪৯৬ জন সুস্থ হয়েছেন এবং ৬৭ জন রোগী এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্থান সংকুলান ও জনবল ঘাটতির কারণে ডেঙ্গু ওয়ার্ড চালু সম্ভব না হলেও প্রতিটি ওয়ার্ডে ‘ডেঙ্গু কর্নার’ চালু রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।