সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ০৯:৫৭
শেয়ার :
সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেপ্তার

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের করা অভিযোগের ভিত্তিতে শহিদকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে চলতি বছরের ১২ এপ্রিল “পিরোজপুর সত্য বাণী” নামে একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য ২ জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরও কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে, যা দ্রুতই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার পরিদর্শক মো. তরিকুল ইসলাম।