তামান্না-বিজয়ের পথ এখন আলাদা, গুঞ্জন শুনি
দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার সঙ্গে দুই বছর ধরে সম্পর্কে আছেন বিজয় ভার্মা। গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেত্রী বিয়ে করে সংসার করতে চাইলে বিজয় বিষয়টির জন্য প্রস্তুত নয় জানিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।
দুজনের পথ এখন আলাদা- এমন খবর বিটাউনের চারদিকে শোনা যাচ্ছে। এর মাঝেই নতুন খবর চাউর হয়েছে, ফাতিমা সানা শেখের প্রেমে মজেছেন বিজয়। তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা নাকি ‘দঙ্গল’ তারকাকে মন দিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিষয়টি আরও পাকাপোক্ত হয়েছে সম্প্রতি বিজয়ের সঙ্গে ফাতিমার শেয়ার করা ছবি দেখে। বড়পর্দায় আবার মুক্তি পেয়েছে রেখার ‘উমরাও জান’। সেই ছবির প্রদর্শনে হাজির হয়েছিলেন ফাতিমা, সঙ্গে ছিলেন বিজয়ও।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল