ভবিষ্যতের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর: আসলাম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো
২৭ জুন ২০২৫, ২০:২৭
শেয়ার :
ভবিষ্যতের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর: আসলাম চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, ‘শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতার যে আলো ছড়ায় তা আত্মস্থ করা না গেলে শিক্ষিত হয়ে দেশ জাতির তেমন উপকারে আসে না। শুধু শিক্ষিত হলেই চলবে না, আদর্শিক এবং নীতিবান তারুণ্য একটি দেশের মূল সম্পদ। আগামী বাংলাদেশে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত যে পরিবেশ দেশের মানুষ প্রত্যাশা করে তা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্মকে স্বচ্ছ, সৎ ও নৈতিক দিক থেকে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরী করতে হবে৷’

আজ শুক্রবার সকাল ৭টায় সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গনে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণশালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সদস্যসচিব শেখ সাহাবুদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্যসচিব কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জয়নাল আবেদীন হিরণ, সাংগঠনিক সম্পাদক তানভীর উদ্দিন ফয়সাল, যুগ্ম সম্পাদক রিয়াদ, ছলিমপুর ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াজ মোরশেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু প্রমুখ।

ব্যতিক্রমী এই প্রশিক্ষণ কর্মশালায় ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল ছাত্রদল কর্মীদের থেকে সাধারণ কর্মীদের বক্তব্য শুনেন। বিভিন্ন ওয়ার্ড থেকে যারা বক্তব্য রাখেন তারা হলেন ১ নং ওয়ার্ড তুহিন, ২ নং ওয়ার্ড রুবাইয়্যাত জাহাঙ্গীর, ৩ নং ইমাম উদ্দিন সৌরভ, ৪ নং ওয়ার্ড রমজান আলী, ৫ নং ওয়ার্ড ইলিয়াছ, ৬ নং ওয়ার্ড ইফতি, ৭ নং ওয়ার্ড সাদেক, ৮ নং ওয়ার্ড সেলিম, ৯ নং আল-আমিন। এদের মধ্য থেকে আজকে যার জম্মদিন তাকে খুঁজে নিয়ে উপহার তুলে দেয়া হয়। তাছাড়া যথাসময়ে আসা অনেকের মধ্য থেকে লটারির মাধ্যমেও একজনকে পুরস্কৃত করা হয়।