ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১৭:৩৯
শেয়ার :
ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা নারী ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাইকেলের মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।’

অপরদিকে রাজেন্দ্রপুর কর্তব্যরত স্টেসনমাষ্টার মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাতে কোনো এক ট্রেনে কাটা পড়ে ইজ্জতপুর স্টেসনের দক্ষিন পাশে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কখন কিভাবে কাটা পরেছে তা জানা যায়নি। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান বলেন, ‘শ্রীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’